ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

8 hours ago 5

জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির বার্ষিক ফ্যামিলি ডে। ঢাকায় কর্মরত মাদারীপুরের সন্তানদের নিয়ে গঠিত সাংবাদিক সংগঠনের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উপভোগ করা হয়।

১৮ অক্টোবর মুন্সীগঞ্জের মডার্ন গ্রিন সিটি রিসোর্টে ফ্যামিলি ডে উদযাপন করা হয়। শিশুদের বিনোদন, সদস্যদের খেলাধুলা, নারীদের পিলোপাসিং খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

আরও পড়ুন
আরডিজেএর সভাপতি বাতেন বিপ্লব, সাধারণ সম্পাদক ইমন
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ আফজাল হোসেন ও মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ, ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাত হোসেন মুন্না, শিবচর প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জনকণ্ঠের শিবচর প্রতিনিধি কামরুল ইসলাম।

অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন সংগঠনের সিনিয়র সদস্য মো. মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আহসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জিহাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল খায়ের খান, জনকল্যাণ সম্পাদক গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য ইসরাফিল হাওলাদার, নাজমা আক্তার পাপড়ি ও প্রসূণ আশীষ।

সার্বিক সহযোগিতা করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির সিনিয়র রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। দিনব্যাপী অনুষ্ঠান শেষে সবার হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এসইউ/জেআইএম

Read Entire Article