গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন নাটোরের মুকিমপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২৫) ও তাদের তিন বছর বয়সী মেয়ে আনিকা।
বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, আনোয়ার হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে অটোরিকশাযোগে চান্দনা চৌরাস্তা থেকে তার শ্বশুরবাড়ি আশুলিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশা বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনের উত্তর পাশে পৌঁছলে গাড়িটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিকা আক্তার নিহত হন।
স্থানীয়রা নিহত আনিকা আক্তার, গুরুতর আহত আঁখি আক্তার ও আনোয়ার হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন আঁখি আক্তারের মৃত্যু হয়। আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অনিকা আক্তার এবং আঁখি আক্তারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় কবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে।