কামরাঙ্গীরচর থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জে জহিরুল ইসলাম ডালিম হত্যা মামলার আসামি ভিকটিমের সৎমা ও ভাইকে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাদের গেপ্তার করে র্যাব-১০ ও র্যাব-৬ এর যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তাররা হলেন- মোসা. জুলেখা বেগম এবং মো. সিয়াম হাওলাদার।
জানা যায়, জহিরুল ইসলাম ডালিমের বাবা এবং তার বড় ভাই মারা যাওয়ার পর থেকে জহিরুলের সম্পত্তি ভোগ দখল করতে চায় তার সৎমা মোসা. জুলেখা বেগম এবং সৎভাই মো. সিয়াম হাওলাদার। তারা সম্পত্তি ভোগ করার জন্য জহিরুলকে হত্যার ষড়যন্ত্র করে।
সূত্র জানায়, চলতি বছরের গত ১৮ জুলাই দুপুরের খাবার খেতে বসে জহিরুলের সৎমা ও ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ভিকটিমের সৎভাই সিয়াম হাওলাদারসহ অপর আসামিরা অতর্কিতভাবে হামলা করে। হামলার এক পর্যায়ে আসামিরা লাঠি ও ঘরের দরজার ডাসা দিয়ে জহিরুলের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর জখম করে আসামিরা পালিয়ে যায়। পরে ১৯ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরপর নিহত জহিরুলের বোন মোসা. সালমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ওই হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্তার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।