কামরাঙ্গীরচর বিচ্ছিন্ন করায় ইসির সামনে বিক্ষোভ

4 days ago 7

কামরাঙ্গীরচর ১৯৯০ সাল পর্যন্ত ছিলো ঢাকার মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ১৯৯৮ সালে হয় কামরাঙ্গীরচর থানা। এ থানার কিছু অংশ ঢাকা-৭ আর ঢাকা-২ আসনে দেয়া হয়েছে। এ বিভক্তর পক্ষে-বিপক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সামনে বিক্ষোভ করেছে কামরাঙ্গীরচরের এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, কামরাঙ্গীরচরকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। অনেকে ঢাকা-৭ আসনের সঙ্গে থাকতে চায়। অনেকে প্রতিবাদ করছে কামরাঙ্গীরচর থানা ছাড়া ঢাকা-২ আসন নয়। এক্ষেত্রে এ থানার অন্তর্গত ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড তিনটি ঢাকা-২ আসনের সঙ্গেই রাখাতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানি শেষে এমন দাবি জানান তারা।

অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ৫৫, ৫৬ এবং ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা দুই আসন থেকে পৃথক করেছে কমিশন। সেখানে ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা ১০ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ৫৬ এবং ৫৭ নম্বর ওয়ার্ডকে তারা ঢাকা ৭ আসনের সঙ্গে যুক্ত করেছে। ইসি এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫৯টি আবেদন পড়েছে। ৫৯টি আবেদনের মধ্যে ৫৭টি আবেদন হচ্ছে বিপক্ষে আর দুটি আবেদন পক্ষে।

তিনি বলেন, আমরা বলেছি ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড কামরাঙ্গীচরের অধীনে যেটা আছে, এই তিনটি ওয়ার্ড, ঢাকা দুই আসনের মধ্যেই থাকবে। কেন থাকবে, কারণ ঢাকা দুই আসনে একটি মাত্র থানা কামরাঙ্গীরচর। আর বাকি হল কেরানীগঞ্জ এবং সাভার উপজেলার কয়েকটি ইউনিয়ন। কামরাঙ্গীরচর থানা নিয়েই ঢাকা দুই আসন। সুতরাং কামরাঙ্গীরচর থানা অর্থাৎ এই তিনটি ওয়ার্ডকে যদি ঢাকা দুই আসন থেকে বাদ দিয়ে দেয়া হয়, তাহলে ঢাকা দুই আসনে কোনো থানা থাকে না।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের জনগণ কেরানীগঞ্জ চাষাবাদ করে। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সবকিছু কেরানীগঞ্জের সঙ্গে কানেক্টেড। সুতরাং আমরা বলেছি যে আগের ঢাকা দুই আসনে কেরানীগঞ্জের ছয়টি সাতটি ইউনিয়ন, সাভারের কয়েকটি ইউনিয়ন এবং কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-২ আসন। এটাই কামরাঙ্গীচরের জনগণ এবং ঢাকা দুই আসনের সর্বস্তরের জনগণ চাওয়া।

রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ সংসদীয় আসনে বহাল রাখার দাবি জানানো হয়। আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ তিনটি ওয়ার্ড ঢাকা-২ আসনের অংশ হিসেবে রয়েছে। হঠাৎ করে সীমানা পরিবর্তনের চেষ্টা স্থানীয় জনগণের স্বার্থের পরিপন্থি।

তারা দাবি করেন, প্রশাসন যদি এ সিদ্ধান্ত কার্যকর করে তবে এলাকাবাসী বঞ্চিত হবে এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

অনেকে কামরাঙ্গীরচরের ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে।

এমওএস/এনএইচআর/এএসএম

Read Entire Article