কামরাঙ্গীরচরে বাসায় সাবলেট থেকে শিশুকে অপহরণ, দম্পতি গ্রেফতার

7 hours ago 8

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সংঘটিত শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু আব্দুল হাদি নূরকে উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন— মো. পারভেজ (২৭) ও তার স্ত্রী কাকলী আক্তার (২৫)।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার বাদী মো. আবু সায়েম পরিবারসহ কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি পারভেজ ও তার স্ত্রী কাকলীকে সাবলেট হিসেবে ঘর ভাড়া দেন।

গত ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে আবু সায়েমের স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় পারভেজ দম্পতি তাদের দুই-তিনজন সহযোগীর সহায়তায় আবু সায়েমের শিশু পুত্র আব্দুল হাদি নূরকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে আসামিরা ইমু নম্বর ব্যবহার করে আবু সায়েমের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ডিসি তালেবুর রহমান জানান, ছেলেকে ফিরে পাওয়ার আশায় আবু সায়েম প্রথমে আসামির দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। এরপর আসামিরা আবারও এক লাখ টাকা দাবি করে এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

তিনি বলেন, ঘটনার পর অভিহিত শিশুর বাবা আবু সায়েম কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিশুর অবস্থান শনাক্ত করে ২১ অক্টোবর ভোরে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক এলাকা থেকে পারভেজ ও কাকলী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/

Read Entire Article