কামরুন্নাহার পপির স্মরণ সভা অনুষ্ঠিত

1 month ago 23

লাইব্রেরি উদ্যোগ ‘বইঘাটা’র প্রতিষ্ঠাতা সদস্য কামরুন্নাহার পপির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলিতে বইঘাটার নিজস্ব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি পাশা খন্দকার।  

এ স্মরণ সভায় বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক শিপ্রা রায়, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর ফরিদপুর ব্যুরো প্রধান হাসানউজ্জামান, সচেতন নাগরিক কমিটির সদ্য বিদায়ী সভাপতি অমিত মনোয়ার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, প্রয়াত পপির স্বামী সৈয়দ জুনায়েদ পারভেজ বাবু, কবি জাহাংগীর খান, রুবিনা আক্তার, সুপ্রিয়া বিশ্বাস প্রমুখ।

বক্তারা পপির অকাল প্রয়াণে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। 

উল্লেখ্য, কামরুন্নাহার পপি মহিলা পরিষদ, ফরিদপুরের অর্থ সম্পাদক ছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর তিনি গত ৩ ডিসেম্বর মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, এক পুত্র, মা এবং ভাইবোন রেখে গেছেন। 

Read Entire Article