কারাতেতে নতুন দিগন্ত, ১২০০ প্রতিযোগীকে নিয়ে মহাযজ্ঞ

2 days ago 8

সটোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন যার সংক্ষিপ্ত নাম ‘এস কে আই এফ’ এবার ঢাকায় আয়োজন করতে যাচ্ছে চারদিন ব্যাপি কারাতের মহাযজ্ঞ। ১৮ থেকে ২১ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে বসবে এস কে আই এফ-বাংলাদেশ উন্মুক্ত ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপের প্রথম আসর।

আসন্ন ইভেন্ট উপলক্ষে গুলশানের একটি অভিজাত হোটেলে রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসকেআইএফ-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান জানান, ৭৫টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে ১১৫০ জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্ট ক্যাটাগরীতে ইতিমধ্যে খেলায় অংশগ্রহনের আবেদনপত্র জমা প্রদান করেছেন। বেশ কিছু বিদেশী সংগঠন ও খেলোয়াড় অংশগ্রহনের জন্য ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকা থেকে আবেদনপত্র জমা প্রদান করেছেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে রেফারি পরীক্ষায় পাশকৃত ও এসকেআইএফ-বাংলাদেশ এর রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশন থেকে পাশকৃত বাংলাদেশী রেফারিদের নিয়ে আমরা খেলাগুলো পরিচালনা করা হবে বলে জানান তিনি। ইভেন্টের অনলাইন মিডিয়া পার্টনার কালবেলা।

Read Entire Article