দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে বাংলাদেশের রোমাঞ্চকর জয়ের নায়ক স্পিনার নাসুম আহমেদ। টুর্নামেন্টে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই যেন বাজিমাত করলেন তিনি। শ্বাসরুদ্ধকর স্পেলে আফগান ব্যাটারদের চেপে ধরার পাশাপাশি দলকে জিতিয়েছেনও। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। আর এই সঙ্গে গড়েছেন এক বিশেষ রেকর্ডও—বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার কীর্তি এখন তার দখলে।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে এক মেডেনসহ দিয়েছেন মাত্র ১১ রান, সঙ্গে নিয়েছেন ২ উইকেট। নতুন বলে ৩ ওভারে খরচ করেন মাত্র ৭ রান, পরে শেষ দিকের চাপে ফিরে দেন আরও এক নিখুঁত ওভার, খরচ মাত্র ৪। তার এই স্পেলেই মূলত ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের পক্ষে।
এই পারফরম্যান্সে টি–টোয়েন্টি ক্যারিয়ারের ৩৯ ম্যাচে এটি নাসুমের পঞ্চমবার ম্যাচসেরা হওয়া। বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন কেবল সাকিব আল হাসান—১২৯ ম্যাচে ১২ বার।
তবে যা চোখে পড়ে, মাহমুদউল্লাহ রিয়াদ (১৪১ ম্যাচে ৫ বার) ও লিটন দাস (১১৩ ম্যাচে ৫ বার) ম্যাচসেরার সংখ্যায় নাসুমের সমান হলেও তাদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন সিলেটের এই স্পিনার।
কম ম্যাচে এতো বেশি প্রভাব রাখার এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন, তবে বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে সাকিবের পর সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনারের আসনটি দখল করে নাসুম খুব দ্রুতই হয়ে উঠতে পারেন দলের অন্যতম ভরসা।