কারিনাকে নিয়ে যা বললেন পাকিস্তানি এই অভিনেতা

1 month ago 24

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ। কারিনার বয়স নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে ভারতীয় দর্শকদের কটাক্ষের শিকার হন তিনি। খবর: পিংকভিলা

সম্প্রতি পাকিস্তানের একটি অনুষ্ঠানে এক অনুরাগী খাকানের কাছে জানতে চান, তিনি কারিনার বিপরীতে অভিনয় করবেন কি না। উত্তরে ২৭ বছর বয়সি এই অভিনেতা একপ্রকার মজা করেই বলেন, ‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে বয়সে অনেকটাই বড়। তাই তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’

খাকানের এই মন্তব্যের পরই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কারিনার ভক্তরা মনে করেন, অভিনেত্রীর বয়স নিয়ে এমন মন্তব্য করা অপমানজনক। এক ভক্ত লেখেন, ‘কোনও অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’ আরেকজন লেখেন, ‘খাকান কে? তিনি কোন যুক্তিতে কারিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন!’

পাকিস্তানের টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের পরিচিত মুখ খাকান শাহনওয়াজ মূলত মাহিরা খান প্রযোজিত ওয়েব সিরিজ ‘বারওয়া খিলাড়ি’ তে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এর পাশাপাশি তিনি বিজ্ঞাপন এবং নাটকে কাজ করেছেন।

এদিকে, কারিনা কাপুর বা খাকান শাহনওয়াজ এখনও এই বিতর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে সামাজিকমাধ্যমে এই বিতর্ক বেশ সাড়া ফেলেছে।

কারিনার অনুরাগীরা মনে করছেন, তার মতো তারকাকে নিয়ে এভাবে মন্তব্য করা নিতান্তই অনুচিত। সময়ই বলে দেবে, এই বিতর্ক কতদূর গড়ায়।
 

Read Entire Article