ইসলামি দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে : রেজাউল করিম

7 hours ago 6

আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর জন্য একটি ভোটবাক্স করতে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে দুপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় সব ইসলামি দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন রেজাউল করিম।

মানুষ ইসলামি শাসন দেখতে চায় জানিয়ে তিনি বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটি আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশির ভাগ মানুষ দেশে ইসলামি শাসন দেখতে চায়।

পরিবর্তন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাতবদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি।

Read Entire Article