কাল বিটিভিতে রশীদ সাগরের উপস্থাপনায় ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ আয়োজনের চতুর্থ দিনে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’। জনপ্রিয় উপস্থাপক রশীদ সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে এবারের প্রিয় শিল্পী হিসেবে থাকবেন জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভীন।
আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) বিশেষ এ সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে।
রিজিয়া পারভীনের গাওয়া গানগুলো পরিবেশন করবেন আলম আরা মিনু, দিঠী আনোয়ার, মুহিন, ছন্দা মনি ও মিমি আলাউদ্দীন। মাহবুবা জ্যামিন -এর প্রযোজনায় ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের গবেষণায় ছিলেন ইদ্রিস নিয়াজ এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক আদনান বাবু।