কালবেলার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

2 months ago 7
জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘কালবেলা’র নাম ব্যবহার করে প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে।  বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘কালবেলা পত্রিকা নিয়োগ বিভাগ’ নামে একটি পেজ থেকে এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, সারা দেশে প্রিন্ট ও অনলাইন বিভাগে নিয়োগ দিচ্ছে দৈনিক কালবেলা। স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার পদে কাজের সুযোগ রয়েছে। তথ্যের জন্য ০১৭১৪ ৬৬০৯৮৩ নম্বরে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কল করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে উল্লেখিত নম্বরে ফোন দেওয়া হয়। অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি ফোন রিসিভ করে নিজেকে হাসিব নামে পরিচয় দেন। সে সময় তিনি জানান, তিনি কালবেলার সহসম্পাদক। এ সময় তিনি চাকরিপ্রার্থীকে পেজের ইনবক্সে সিভি পাঠাতে বলেন। এ ছাড়া সরাসরি সিভি দিতে চাইলে তিনি এর সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে বলেন। এ বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সম্প্রতি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কালবেলার সব তথ্য পেতে পত্রিকাটির ভেরিফায়েড পেজগুলোতে যুক্ত থাকুন।
Read Entire Article