কালীগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দকৃত অর্থে উপজেলার ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের জন্য এসব বাইসাইকেলের ব্যবস্থা করা হয়। মাঠ পর্যায়ে কর্মরত মোট ৫০ জন গ্রাম পুলিশের প্রত্যেকের জন্য একটি করে সাইকেল বরাদ্দ ছিল। তবে বিতরণ অনুষ্ঠানে দুইজন সদস্য অনিবার্য কারণে অনুপস্থিত থাকায় উপস্থিত ৪৮ জন গ্রাম পুলিশের হাতে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়। বাকি দুজনের সাইকেল পরবর্তীতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে সাইকেল তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। এ সময় তিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাজের গুরুত্ব এবং তৃণমূলে তাদের অবদানের কথা তুলে ধরেন। বক্তব্যে ইউএনও এ টি এম কামরুল ইসলাম

কালীগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দকৃত অর্থে উপজেলার ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের জন্য এসব বাইসাইকেলের ব্যবস্থা করা হয়। মাঠ পর্যায়ে কর্মরত মোট ৫০ জন গ্রাম পুলিশের প্রত্যেকের জন্য একটি করে সাইকেল বরাদ্দ ছিল। তবে বিতরণ অনুষ্ঠানে দুইজন সদস্য অনিবার্য কারণে অনুপস্থিত থাকায় উপস্থিত ৪৮ জন গ্রাম পুলিশের হাতে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়। বাকি দুজনের সাইকেল পরবর্তীতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে সাইকেল তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। এ সময় তিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাজের গুরুত্ব এবং তৃণমূলে তাদের অবদানের কথা তুলে ধরেন।

বক্তব্যে ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, "গ্রাম পুলিশরা হলেন গ্রামের অতন্দ্র প্রহরী। স্থানীয় প্রশাসনের চোখ ও কান হিসেবে তারা কাজ করেন। গ্রামের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্য রক্ষায় তারা দিনরাত নিরলস পরিশ্রম করে থাকেন।"

তিনি আরও বলেন, "আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট অনেক ক্ষেত্রেই দুর্গম। পায়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে দায়িত্ব পালন করা বা দ্রুত কোনো সংবাদ পৌঁছানো তাদের জন্য কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বাস্তবতাকে বিবেচনা করেই তাদের কাজের সুবিধার্থে বাইসাইকেল বরাদ্দ করেছে। এই বাইসাইকেলটি তাদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এতে করে তাদের কর্মস্পৃহা ও কাজের গতি বহুলাংশে বৃদ্ধি পাবে।"

বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা। তারা জানান, এই বাহনটি তাদের দৈনন্দিন টহল এবং ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজে বিশেষ সহায়ক হবে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত সুধীজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow