জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে কালো টাকায় নেতা নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি পদে পরাজিত প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী আমিনুর রশিদ ইকু।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকেল তিনটায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদের ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি পদে পরাজিত প্রার্থী আলমগীর চৌধুরী বাদশার সমর্থকদের তোপের মুখে জেলা বিএনপির নেতা-কর্মীরা ফলাফল ঘোষণা করে দ্রুত মঞ্চ ত্যাগ করেন।
এরপর বিকেল চারটার দিকে উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি পদে পরাজিত আলমগীর চৌধুরী বাদশা ও সাধারণ সম্পাদক পদে পরাজিত আমিনুর রশিদ ইকু সংবাদ সম্মেলন করে ত্রি-বার্ষিক কাউন্সিলের ফলাফল প্রত্যাখান করেন।
তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কাউন্সিলে কালো টাকার খেলা হয়েছে। কালো টাকার বিনিময়ে কাউন্সিলের ফলাফল পাল্টানো হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে ছিলেন না। এটা প্রহসনের কাউন্সিল।
পরাজিত সভাপতি পদ প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা ও পরাজিত সাধারণ সম্পাদক পদ প্রার্থী আমিনুর রশিদ ইকু আরও বলেন, কালো টাকার বিনিময়ে কাউন্সিলের নামে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে। আমরা ফলাফল প্রত্যাখান করছি। আমরা দ্রুত স্বচ্ছ কাউন্সিল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি।
ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এএইচএম ওবায়দুর রহমার সুইটের ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা বিএনপির সভাপতি পদে কামরুজ্জামান কমল (সাইকেল), সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহাম্মদ রানা (মোরগ), সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হাসান (আনারস) ও মো. মোশারফ হোসেন (কাঁঠাল) নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন (চেয়ার), সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু (মোরগ), আনিছুর রহমান (আনারস), আবু রায়হান খাঁন (হাতি) নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কমল বলেন, আমার জীবনে এত সুষ্ঠু ও সুন্দর কাউন্সিল দেখিনি। এত সুন্দর নির্বাচনের পুরো উপজেলাবাসী সাক্ষী রয়েছেন। কালো টাকার যে কথা ছড়ানো হচ্ছে সেটি সত্য নয়। যারা হেরে গেছেন তারা হয়ত মনঃকষ্টে আছেন। তাদের সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে চাই।
ত্রিবার্ষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এএইচএম ওবায়দুর রহমান বলেন, আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালেটে ভোট হয়েছে। যারা কাউন্সিলকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন তারা দলের ভালো চান না।
আল মামুন/এফএ/এএসএম