কিভাবে বিসিবি পরিচালনা করবেন, প্রথম সভাতেই তুলে ধরলেন বুলবুল

5 months ago 12

 

দায়িত্ব পেয়ে প্রথম বোর্ড সভাতেই নিজের প্রেজেন্টেশন দিলেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ ৩১মে দুপুর গড়িয়ে বিকেল নামতেই (বেলা ৩টায়) নতুন সভাপতি হিসেবে পরিচালকদের নিয়ে বোর্ড সভায় বসেন বিসিবির নতুন সভাপতি।

দীর্ঘ ৪ ঘণ্টার বেশি সময়ের সে বোর্ড মিটিংয়েই প্রেজেন্টেশন উপস্থাপন করেন বুলবুল। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু বোর্ড পরিচালক পর্ষদের সভা শেষে শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

আজকের সভায় কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কোন নতুন সিদ্ধান্ত হয়েছে কি না? এসব প্রশ্নর জবাবে মিঠু জানান, ‘নতুন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম একটা প্রেজেন্টেশন দিয়েছেন। সে অনুযায়ী ৪টা প্রোগ্রাম শুরু করা হয়েছে। এছাড়া আগামী ১ মাসের মধ্যে, মানে আগামী ৩০ জুনের মধ্যে সব পরিচালককেও নিজ নিজ প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে।’

বলে রাখা ভাল প্রতিটি পরিচালকই কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটির প্রধান। সেই ডিপার্টমেন্টের ঘাটতি কি কি এবং তা সমাধানের পথ কি, তা জানিয়ে প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে।

পাশাপাশি বিসিবি নতুন প্রধান প্রথম সভাতেই ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কার্যকর উদ্যোগ নেয়ার প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছেন বুলবুল।

ইফতিখার রহমান মিঠুর কথায় পরিষ্কার, কিভাবে বিসিবি ক্রিকেটকে ঢাকা থেকে থেকে বিকেন্দ্রীকরণের দিকে যেতে পারে, আমিনুল ইসলাম বুলবুল সে ধারণাও দিয়েছেন। নতুন বোর্ড প্রধান উত্তরবঙ্গে রাজশাহীতে একটি এবং ঢাকা-চট্টগ্রাম মিলে একটি আঞ্চলিক পরিদপ্তরের কথা বলেছেন। দুই জায়গায় দুইটা মিনি বিসিবি হবে। উত্তরের দায়িত্বে থাকবেন পাবনা থেকে বিসিবি পরিচালক হওয়া সাইফুল স্বপন আর ঢাকার আঞ্চলিক কার্যালয় চালাবেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন।

এবারের বিপিএলের রেভিনিউ নিয়ে কথা বলতে গিয়ে ইফতিখার রহমান মিঠু জানান যে, বিভিন্ন খাতে এখনো ২০ কোটি টাকা পাওনা আছে বোর্ডের। সেটা যদি পাওয়া যায় তাহলে ৭৫ লাখ টাকা লাভ হবে বিপিএল থেকে। নইলে লোকসানেই থাকবে বিপিএল।

সবার জানা, আইসিসির গুরুত্বপূর্ণ পদে চাকুরি করা আমিনুল ইসলাম বুলবুল বেশ কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে পরিবারসহ বসবাস করছেন এবং তার স্ত্রী অস্ট্রেলিয়ায় চাকুরিও করেন। তাই আমিনুল ইসলাম বুলবুল কি বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ায় থাকবেন? নাকি ঢাকায় অবস্থান করবেন?

সংবাদ সন্মেলনে ওঠা এমন প্রশ্নের জবাবে বিসিবি মিডিয়া কমিটি চেয়াম্যান জানান, এ নিয়ে বিসিবি প্রধানের সাথে তাদের কোনো কথা হয়নি। মিঠুর ব্যাখ্যা, ‘অনলাইনের যুগে যে কোনো জায়গা থেকেই কাজ করা যায়। সমস্যা হয় না।’

এআরবি/আইএইচএস

Read Entire Article