কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এ সপ্তাহ থেকে এআই চ্যাটবটের ওপর নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে মেটা।
মেটার মুখপাত্র স্টেফানি ওটওয়ে টেকক্রাঞ্চকে জানান, এখন থেকে চ্যাটবট কিশোরদের সঙ্গে আত্মহত্যা, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি কিংবা যৌন ও রোমান্টিক বিষয় নিয়ে আর কোনো আলোচনায় যাবে না। বরং এসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ সহায়তার দিকে নির্দেশ করবে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে কিশোর ব্যবহারকারীরা আর কোনো প্রাপ্তবয়স্ক বা অনুপযুক্ত কনটেন্ট উৎপাদনকারী বট ব্যবহার করতে পারবে না। পরিবর্তে কেবল শিক্ষা, সৃজনশীলতা ও নিরাপদবিষয়ক চরিত্রগুলোই তাদের জন্য উন্মুক্ত থাকবে।
মেটা জানিয়েছে, এগুলো কেবল প্রাথমিক পদক্ষেপ; আগামী মাসগুলোতে আরও বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে।
দুই সপ্তাহ আগে রয়টার্সের এক অনুসন্ধানে প্রকাশিত হয়, মেটার অভ্যন্তরীণ একটি নথিতে কিশোরদের সঙ্গে যৌন আলোচনায় জড়ানোর সুযোগ রাখার অভিযোগ উঠেছিল।