মুন্সীগঞ্জ শ্রীনগরের একটি গ্রামে ভয়াবহ আগুন লেগেছে। এতে ৫টি ঘর পুড়ে গেছে। রোববার রাত ৯টার দিকে উপজেলা পূর্ব বেজগাও এলাকার রহমান শেখের বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
এতে তার ৫ ছেলে বাদল শেখ, আক্কাস শেখ, জহিরুল শেখ নজরুল শেখ ও খায়রুল শেখের বসতঘর আগুনে পুড়ে যায়। তারা দাবি করছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ৫টি বসতঘর পুড়ে যায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে কাজ চলছে।