কিশোরীকে বিয়ে করতে গিয়ে ৮০ হাজার টাকা জরিমানা দিলেন প্রবাসী

2 months ago 70

বরিশালের গৌরনদীতে বাল্যবিয়ের করতে যাওয়া শাহীন হাওলাদার নামে এক সিঙ্গাপুর প্রবাসীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার টিকাসার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের এক কিশোরীর সঙ্গে (১৬) একই উপজেলার পূর্ব কটকস্থল গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদারের বিয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এসময় ওই কিশোরীর বাবা ও মা পালিয়ে গেলেও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে নিরোধ আইনে তাকে (শাহীন) ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিয়ে মুক্ত হন তিনি।

গত ২০ দিন আগে প্রবাসী শাহীন হাওলাদার অন্য একস্থানে অপর এক কিশোরীকে বিয়ে করার সময় একই ভ্রাম্যমাণ আদালত শাহীনকে আটক করে। সে সময় প্রবাসী বিবেচনায় বাল্যবিয়ে না করার জন্য তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শাওন খান/এমএন/এমএস

Read Entire Article