কিয়ারাকে যে উপহার দিলেন রাম চরণ

2 months ago 19
বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির জীবনে আসছে নতুন সদস্যা। দীর্ঘদিন প্রেমের পর সাতপাকে বাঁধা পড়া এই জুটি এবার অপেক্ষা করছেন তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের। মা হতে যাচ্ছেন কিয়ারা, এমন খবরে বলিউড থেকে টালিউড, সর্বত্র বইছে শুভেচ্ছার জোয়ার। আর সেই আনন্দঘন মুহূর্তে দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপহার পাঠিয়ে ভালোবাসায় ভরিয়ে দিলেন এই হবু মা-বাবাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হবু মা কিয়ারার জন্য বাড়িতে তৈরি টক আমের আচার পাঠিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনা। আর এই ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি কিয়ারা। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, আচারের বক্স। তারকা দম্পতিকে ধন্যবাদ জানিয়ে কিয়ারা লেখেন, “ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণকে।” রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেন কিয়ারা আদভানি। এই সিনেমার শুটিং চলাকালীন কিয়ারার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে রাম চরণ ও তার স্ত্রীর। তাই তো অভিনেত্রীকে হাতে তৈরি আচার উপহার দিলেন রাম চরণের স্ত্রী। উল্লেখ্য, গত ৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয় মেট গালা। এই বিশ্ব মঞ্চের নীল গালিচায় বেবি বাম্প নিয়ে রূপের দ্যুতি ছড়ান কিয়ারা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী, যে বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দেন।
Read Entire Article