কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

4 days ago 4

কুমিল্লার সদর দক্ষিণে চার বছরের শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মেহরাজ হোসেন তুষারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক নাজমুল হল শ্যামল এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মেহরাজ হোসেন তুষার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলী আশরাফের ছেলে।

মামলা সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে শিশু নাবিলাকে ধর্ষণ শেষে হত্যা করে পার্শ্ববর্তী নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে রাখে মেহেরাজ। দীর্ঘ সময় নাবিলাকে পরিবারের লোকজন না পেয়ে খোঁজাখুঁজি করে। পরদিন সকালে নাবিলার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নাবিলার দাদা আবদুল আজিজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার ১৪ দিন পর পুলিশ মেহরাজ হোসেন তুষারকে গ্রেফতার করলে তিনি আদালতে স্বীকারোক্তি দেন। দীর্ঘ সাত বছর মামলাটি বিচারাধীন থাকার পর বুধবার কুমিল্লা নারী ও শিশু ট্র্যাইব্যুনাল-১ বিচারক রায় দেন।

কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি বদিউল আলম সুজন বলেন, মামলায় ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

নিহত নাবিলার মা হালিমা আক্তার বলেন, গত সাত বছর ধরে মেয়ে হত্যার বিচারের জন্য আদালতের বারান্দা ঘুরেছি। অবশেষে রায় হয়েছে। এতে আমি সন্তুষ্ট।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

Read Entire Article