কুমিল্লায় চিকিৎসকসহ ৪ জনের করোনা শনাক্ত

2 months ago 23

নতুন ভ্যারিয়েন্টে (ধরন) কুমিল্লায় চারজনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন (৭০), কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ডা. সানজিদা (৩০), বুড়িচং উপজেলার হেলাল আহমেদ (৩৮) ও কুমিল্লা সদর উপজেলার ইবনে যুবায়ের (৩৯)।

সিভিল সার্জন ডা. আলী নূর বশির জানান, গত তিনদিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অপর একজন কোথায় চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

Read Entire Article