কুমিল্লায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছে করোনা আক্রান্ত এক পরীক্ষার্থী

2 months ago 6

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) চান্দিনা উপজেলায় চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাকে স্বাস্থ্যবিধি মেনে আলাদা একটি ক্লাস রুমে বসানো হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে, বোর্ডের অধীন ৬ জেলার মধ্যে সেই একমাত্র করোনায় আক্রান্ত হয়ে পরীক্ষা দিচ্ছে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক জানান, করোনা আক্রান্ত ওই এইচএসসি পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।  এখানে আলাদা পরিদর্শকও রয়েছে। আমরা আক্রান্ত পরীক্ষার্থীকে সবার পরে কেন্দ্রে প্রবেশ করাচ্ছি এবং সবার পরে কেন্দ্র থেকে বের করব।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ এ বছর পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী। ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থী ও অভিভাবক এবং পরিদর্শকদেরকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যারা করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত পরীক্ষার্থী তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আলাদা স্থানে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাসরীন জানান, ওই একজনের রিপোর্টই আমাদের কাছে রয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কঠোর অবস্থানে থাকবে। 

Read Entire Article