কুড়িগ্রামে জমজমাট বউ-শাশুড়ি মেলা

2 weeks ago 13

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ-শ্বাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের জেলেপাড়া গ্রামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বউ শ্বাশুড়ির মেলার আয়োজন করা হয়। 

জমজমাট এ মেলায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বউ-শ্বাশুড়ির মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা। মেলা ও তাদের খেলা উপভোগ করতে ওই এলাকাসহ আশপাশের শতশত নারী-পুরুষের ঢল নামে। 

ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে মেলায় শতশত দর্শক উপভোগ করেন। খেলায় অংশ নেওয়া বউ-শ্বাশুড়িরাও অনেকটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন করেন। শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ে বউদের হারিয়ে শ্বাশুড়ি দল প্রতিযোগীয় বিজয়ী হন।

মেলা দেখতে আসা অঞ্জলি রানী সরকার ও শ্যামলী রানী সরকার জানান, অনেক দিন পর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বউ-শ্বাশুড়ির মেলাটি আমাদের গ্রামে হয়েছে। খুবই ভালো লাগলো। মেলায় বউ-শ্বাশুড়িদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এই প্রতিযোগিতায় শাশুড়িদের দল বিজয়ী হয়। মেলাটি দেখতে অল্প সময়ের মধ্যে আশেপাশের শতশত নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের ঢল নামে। 

জানা গেছে, ওমেন ইনিটিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (W4CD)আয়োজনে ও  উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় আদর্শ পরিবার গঠন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এক জমকালো আয়োজনে বউ-শ্বাশুড়ির মেলার আয়োজন করে।

মেলায় স্পন্সরশিপ অফিসার বিমান চন্দ্র মন্ডল, স্পন্সরশিপ সহকারী আরিফা খাতুন, শিমু বেগম, কেস ওয়ার্কার এনামুল হক, কমিউনিটি মবিলাইজার রুহুল আমিন, গীতা রানী পাল, সিএফ যমুনা রাণী, আর এফ আন্জুমান আরা বেগম এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

Read Entire Article