কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেলো দুই গৃহবধূর

3 months ago 14

কুড়িগ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবারে (১৬ মে) জেলার উলিপুর ও চিলমারী উপজেলার পৃথক স্থানে তারা মারা যান।

তারা হলেন, চামেলি রাণী (৪০) ও তাছলিমা আক্তার (২৪)। চামেলি রাণী উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকার মদন চন্দ্রের স্ত্রী। তাছলিমা আক্তার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে বৃষ্টির সময় খড়ের গাদা থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন চামেলি তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন ছাগলের ঘাস কাটতে গিয়ে তাছলিমা আক্তার তাসলিমা বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

চিলমারী উপজেলার ঠুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দাফনের অনুমতি দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম

Read Entire Article