কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

3 months ago 10

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল চন্দ্র (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল চন্দ্র ওই এলাকার শচীন চন্দ্রের ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে দুলাল চন্দ্র জমিতে ধানের বীজ রোপণের জন্য পানির প্রয়োজনে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রোকনুজ্জামান মানু/জেডএইচ/এএসএম

Read Entire Article