কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিক্রি করতে বাজারে যুবক

1 month ago 30

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কুড়িয়ে পাওয়া একটি অবিস্ফোরিত মর্টার শেল বিক্রি করতে বাজারে গিয়েছিলেন জাহাঙ্গীর আলম নামে এক যুবক। খবর পেয়ে মটর শেলটি হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (১৬ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তুমব্রু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কোলাল পাড়া এলাকার জাহাঙ্গীর আলম নামে এক যুবক বাড়ির পাশে পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। সেখানে গর্তের মধ্যে মর্টার শেলটি পেয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মর্টার শেলটি উদ্ধার নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র যুদ্ধ চালিয়ে আসছে বিদ্রোহীরা। যুদ্ধে টিকতে না পেরে দেশটির সরকারি বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এসময় তাদের সঙ্গে নিয়ে আসা অস্ত্রগুলো বিভিন্ন স্থানে ফেলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, খবর পেয়ে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে।

নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম

Read Entire Article