কুড়িয়ে পাওয়া মেয়েটির নাম মেরিয়ান

3 weeks ago 20

চাচার মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরে যুক্তরাষ্ট্র প্রবাসী জন। চাচার অভাব বড় পোড়ায় তাকে। নিয়মিত তার কবরে গিয়ে মোমবাতি জ্বেলে দেয় সে। সেখানেই দেখতে পায় মেয়েটিকে। যে কবরে কেউ বাতি দেয় না, মেয়েটি সেই কবরগুলোতে মোমবাতি জ্বালে, প্রার্থণা করে।

মেয়েটির প্রতি কৌতূহলী হয়ে ওঠে জন। একদিন মেয়েটির সঙ্গে কথা বলে সে। মেয়েটির নাম মেরিয়ান। গির্জায় সিস্টারদের হোমে থাকে। মা-বাবা নেই। ছোটবেলায় ফাদার জোসেফ তাকে কুড়িয়ে পেয়েছেন। দিন দিন স্বল্পভাষী, নরম স্বভাবের মেরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ে জন।

মেরিয়ান নিজের ছোট্ট জগতের মধ্যে থাকতে ভালোবাসে। প্রার্থনা করে আর স্বপ্ন দেখে, একদিন তার একটা সুন্দর পরিবার হবে। আর জন যতই মেরিয়ানের কাছাকাছি যেতে চায়, ততই সে নিজেকে লুকিয়ে ফেলতে চায়। শেষ পর্যন্ত কি জন মেরিয়ানকে কাছে পাবে? তার আগ্রহের কথা বলতে পারবে?

বড়দিন উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্ষা, ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ।

আরএমডি/এমএস

Read Entire Article