বিফলে বিজয়ের ১০০, ৫ ম্যাচে প্রথম জয় খুলনার

3 hours ago 4

এনামুল হক বিজয় নিজেকে অভাগা ভাবতেই পারেন। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি তিনি। তবে চেষ্টার কমতি রাখেননি। লড়াই করে দলকে জয়ের কাছাকাছি আনলেও শেষ পর্যন্ত ফসলটা ঘরে তুলতে পারেনি দুর্বার রাজশাহী। শ্বাসরুদ্ধকর শেষ ওভারে খুলনা টাইগার্সের কাছে ৭ রানে হেরে গেছে বিজয়ের দল।

জয়ের জন্য ১২ বলে রাজশাহীর দরকার ছিল ২৫ রান। ১৯তম ওভারে খুলনার পাকিস্তানি পেসার খরচা করেছেন মাত্র ৮ রান। এতেই রাজশাহী চাপে পড়ে। কারণ, শেষ ওভারে বিজয়ের দলের দরকার ১৭ রান। এরপর হাসান মাহমুদের করা ২০তম ওভারে রাজশাহীর দুই ব্যাটার বিজয় ও আকবর আলী মিলে তুলতে পারেন ৯ রান।

এতে ৭ রানের জয় পায় খুলনা। সর্বশেষ ৫ ম্যাচে প্রথমবার জিতলো মেহেদী হাসান মিরাজের দল।

আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং ২০৯ রান করে খুলনা। অ্যালেক্স রস ছাড়া খুলনার যেই ব্যাটারই উইকেটে এসেছেন, রান করেছেন। এর মধ্যে ফিফটি হাঁকান আফিফ হোসেন ও উইলিয়াম বসিস্টো। জোড়া ফিফটির পর শেষ দিকে ঝড় তোলেন মাহিদুল ইসলাম অংকন। ১২ বলে করেছেন ৩০ রান।

উদ্বোধনী জুটিতে ২৩ বলে ৪২ রান করেন খুলনার দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ।

জিসান আলমের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ২৭ রান করেন নাইম। মিরাজের ১৩ বলে ২৬ রানের ইনিংস শেষ হয় তাসকিন আহমেদের বলে জিসানের হাতে ক্যাচ হয়ে।

৩ বলে ১ রান করে রানআউট হন রস। চতুর্থ উইকেটে ৭১ বলে ১১৩ রানের জুটি করেন আফিফ ও বসিস্টো। তাসকিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৪২ বলে ৫৬ রান (৩ চার ও ৩ ছক্কা) করেন আফিফ।

বসিস্টো থাকেন অপরাজিত। হার না মানা ৩৭ বলে ৫৫ রান করেন অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটার। শেষ দিকে ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান করে ইনিংস শেষ করে আসেন মাহিদুল।

Read Entire Article