কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ আড্ডা

2 months ago 20

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে সব ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। তবে প্রবাসীদের ঈদ উদযাপন ও ঈদ আনন্দ কিংবা উৎসব একটু ভিন্ন। হাজারও কর্মব্যস্ততা আর নানান প্রতিকূলতার মধ্যে ঈদ উদযাপন মানে স্বল্প আয়োজনে বিশাল আনন্দ। কুয়েত প্রবাসীদের ক্ষেত্রেও অনেকটা তাই।

রোববার (৮ জুন) কুয়েত সিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দেশটির সীমান্তবর্তী এলাকা আব্দালিতে প্রবাসী ব্যবসায়ী মোজাহার আলীর আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক আড্ডায় যোগ দেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

এমন পরিবেশে যোগ দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের অনুভূতির কথা জানাতে গিয়ে প্রবাসীরা বলেন, গ্রীষ্মকালে এমন পরিবেশ পাওয়া বড়ই দুষ্কর। লেক পাড়ে বসে নানান গল্প আর আড্ডায় সময় কাটানোর সুযোগ খুব কমই পাওয়া যায়।

আব্দালি এলাকার এক রিসোর্টের মনোরম পরিবেশে আয়োজিত আড্ডায় প্রবাসীরা গান গেয়ে বাঙালি সংস্কৃতির জানান দেন। তারা বলেন, ঈদের এ আড্ডা স্মরণীয় হয়ে থাকবে ভবিষ্যতেও।

ঈদ আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের অন্যতম উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, হুমায়ুন কবির আলী, সহ-সভাপতি সুহেল রানা, আবু মুসা, সাধারণ সম্পাদক কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, মিরসরাই সমিতি কুয়েতের সভাপতি কামাল হোসেন, প্রবাসী সংগঠক তৌহিদুল আলম চৌধুরী, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিন, প্রবাসী সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম প্রমুখ।

কেএসআর/জেআইএম

Read Entire Article