কূটনৈতিক সমাধানের আশা করছে যুক্তরাষ্ট্র

2 months ago 5

ইসরায়েল ও ইরান বৃহস্পতিবার একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার সুযোগ রয়েছে—এমন সম্ভাবনার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি অংশ নেবে কি না।

এদিকে আজ শুক্রবার জেনেভায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় থাকছে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের হামলা বন্ধে উদ্যোগ নেওয়ার বিষয়।

বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২০০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।

এ ছাড়া লেবাননের হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাসেম বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্ভাব্য হত্যাচেষ্টা শুধু ইরানের নয়, বরং পুরো অঞ্চলবাসীর বিরুদ্ধে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে।

সূত্র: আল-জাজিরা

Read Entire Article