ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ
নতুন অতিথি আসার পর একেবারে পাল্টে গেছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার জীবন। একদিকে চলছে তার নতুন ছবি ‘পরম সুন্দরী’-এর প্রচার, অন্যদিকে বাড়িতে চলছে রাতজাগা এক নতুন অধ্যায়। তারকার চোখের ঘুম কেড়ে নিয়েছে ছোট্ট রাজকন্যা। কিন্তু ক্লান্তির মাঝেই খুঁজে পাচ্ছেন অন্যরকম আনন্দ।
সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। সেখানেই বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘আমার রুটিন পুরো বদলে গেছে। সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হচ্ছে, খাওয়াদাওয়া, ঘুম সব ওলটপালট। এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, তবে এই জাগার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। ভোর তিন-চারটায় খাওয়া-দাওয়ার পর্ব চলছে।’
শোতে হাসতে হাসতে সিদ্ধার্থ আরও জানান, তিনি এখন বাড়িতে ‘সহ-অভিনেতার’ মতো, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেন। তবে ন্যাপি বদলানো থেকে শুরু করে শিশুকন্যার সবকিছুতেই তিনি এখন দক্ষ। মজার ছলে এই অভিনেতা বলেন, ‘ন্যাপি না পরালে যে কী হতে পারে, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।‘
চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিয়ারা আদভানি। ১৫ জুলাই জন্ম নেয় তাদের কন্যাসন্তান। পরদিন ১৬ জুলাই সিদ-কিয়ারা নিজেরাই সুখবর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার পোস্টে সে সময় লিখেছিলেন, ‘আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। ছবি নয়, শুধু আশীর্বাদ চাই।’
২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই রুপালি পর্দার প্রেম ধরা দেয় বাস্তবে। দীর্ঘ তিন বছরের সম্পর্কে থাকার পর ২০২৩ সালে বিয়ে করেন সিদ-কিয়ারা। এখন তারা বাস্তব জীবনের পরিপূর্ণ জুটি, আর সেই ভালোবাসার সাক্ষী তাদের ছোট্ট রাজকন্যা।