দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি জিতলেন দোনারুম্মা
ফুটবল বিশ্বের সেরা গোলরক্ষকের স্বীকৃতি আবারও উঠল জিয়ানলুইজি দোনারুম্মার হাতে। পিএসজির হয়ে ঐতিহাসিক মৌসুম কাটানোর পর ২০২৪–২৫ মৌসুমের ইয়াসিনট্রফি জিতলেন এই ইতালিয়ান তারকা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন তিনি, সমান হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের সঙ্গে।
পিএসজির হয়ে দোনারুম্মা পাঁচটি শিরোপা জিতেছেন গত মৌসুমে। লুইস এনরিকের দলের এই সাফল্যে সবচেয়ে বড় অবদান রাখেন দোনারুম্মা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে তার তিনটি অবিশ্বাস্য সেভ এখনো আলোচনায়। সেখান থেকেই তার অদম্য উপস্থিতির প্রমাণ মেলে।
তবে পুরস্কার জয়ের রাতে দোনারুম্মার বক্তব্য ছিল অন্যরকম বার্তাবহ। পিএসজি ছাড়ার পর গুঞ্জন ঘিরে রেখেছিল তাকে। অবশেষে গ্রীষ্মকালীন দলবদলে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। আর পুরস্কার মঞ্চে উঠে ধন্যবাদ জানিয়েছেন নতুন ক্লাবকেই, ‘এই পুরস্কার পাওয়া সম্মানের। দারুণ একটি মৌসুম কেটেছে আমার, সতীর্থদের ধন্যবাদ। এখন সামনে নতুন যাত্রা ম্যানচেস্টার সিটির সঙ্গে। অসংখ্য লক্ষ্য সামনে, আশা করি একসঙ্গে অনেক সাফল্য আনতে পারব। পরিবারকেও ধন্যবাদ—সব খারাপ সময়ে পাশে থাকার জন্য।’
আশ্চর্যের বিষয়, বিদায়ী দল পিএসজির নাম একবারও উচ্চারণ করেননি তিনি। এতে স্পষ্টই ফুটে উঠেছে তার বিদায়ের বিতর্কিত অধ্যায়।
এবারের ভোটাভুটিতে দ্বিতীয় হয়েছেন আলিসন বেকার, তৃতীয় ইয়ান সোমার, আর চতুর্থ থিবো কুর্তোয়া।
ইয়াসিন ট্রফি বিজয়ীদের তালিকা
২০১৯: আলিসন বেকার (দ্বিতীয় টের স্টেগেন, তৃতীয় এডারসন)
২০২১: দোনারুম্মা (দ্বিতীয় মেন্ডি, তৃতীয় ওবলাক)
২০২২: কোর্তোয়া (দ্বিতীয় বেকার, তৃতীয় এডারসন)
২০২৩: এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ (দ্বিতীয় এডারসন, তৃতীয় বোনো)
২০২৪: মার্টিনেজ (দ্বিতীয় উনাই সিমন, তৃতীয় লুনিন)
২০২৫: দোনারুম্মা (দ্বিতীয় বেকার, তৃতীয় সোমার, চতুর্থ কোর্তোয়া)
ইতিহাসের পাতায় আবারও নাম লেখালেন দোনারুম্মা। এবার নতুন রঙে, নতুন জার্সিতে—ম্যানচেস্টার সিটির গোলপোস্টে দাঁড়িয়ে।