কৃত্রিম তন্তু ও কটন সুতার কর কেজিতে বাড়ছে ২ টাকা

3 months ago 18

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টেক্সটাইল শিল্পের অন্যতম কাঁচামাল ‘কটন সুতা, কৃত্রিম আঁশ ও অন্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন’–এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর প্রতি কেজিতে তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিশ আঁশ এবং অন্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন-এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণও প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সুতার উৎপাদন ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেক্সটাইল মিল মালিকরা বলছেন, কর বৃদ্ধি সরাসরি উৎপাদন খরচ বাড়াবে, যার প্রভাব পড়বে পোশাক খাতে। বিশেষ করে স্থানীয় বাজারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চাপের মুখে পড়তে পারেন।

সুতা হলো দেশের আরএমজি শিল্পের ভিত্তি। এখানে কর বাড়ানো মানে পুরো সরবরাহ চেইনেই ব্যয় বাড়ানো। এতে রপ্তানিযোগ্য পোশাকের প্রতিযোগিতা সক্ষমতাও ঝুঁকিতে পড়তে পারে।

আইএইচও/এএসএ/এমএস

Read Entire Article