কৃষিতে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত

3 months ago 9

বাংলাদেশের মানুষকে কৃষিতে উৎসাহিত করার জন্য এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে কৃষি কার্যক্রম থেকে বার্ষিক পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছর থেকে এ সুবিধা পাওয়া যাবে।

সোমবার (০২ জুন) বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এদিন বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেটের বক্তব্য সম্প্রচার শুরু হয়। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।

নতুন অর্থবছরের বাজেটের আকার চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। সেদিনও ছিল সোমবার।

Read Entire Article