কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘যেনতেন পদ্ধতির নির্বাচন ভুলে যান। কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন, সেই প্রতিযোগিতা ভুলে যান। প্রতিদিন জনপ্রিয়তা নামছে, এজন্য কেউ কেউ ভাবছেন দ্রুত নির্বাচন হলে ভালো। দেরি হলে জনপ্রিয়তা নামতে নামতে মাটির তলানিতে চলে যাবে। এজন্য দ্রুত নির্বাচন চায়।’
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের যুব বিভাগ লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত যুব দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউনহল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ‘আমরা বলি দ্রুত নয়, ফেব্রুয়ারিতেই হোক, কিন্তু সংস্কার হতে হবে, ফ্যাসিবাদের বিচার হতে হবে। নতুন করে যারা মুজিববন্দনা শুরু করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘ড. ইউনূস সাহেব আপনি ভুলে গেছেন, আপনি শহীদদের রক্তের পতাকার ওপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন। একটি দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র পড়ে গোটা জাতিকে আপনি হতাশ করেছেন। জুলাই সনদ তার আইনের ভিত্তির মাধ্যমে যদি ড. ইউনূস সাহেব দিতে ব্যর্থ হন, সেদিন থেকেই দ্বিতীয় বিপ্লবের সূচনা হবে।’
তিনি আরও বলেন, ‘লক্ষ্মীপুরে কিন্তু এক দিন আগে বিপ্লব হয়েছিল। সুতরাং জুলাই বিপ্লব, জুলাই সনদের ঘোষণা, প্রতিকার, স্পিরিট যদি ইউনূস সাহেব ধারণ করতে ব্যর্থ হন, কারও রক্তচক্ষুকে আপনি যদি ভয় পান, তাহলে মনে রাখবেন—এই লক্ষ্মীপুরের মাটি থেকেই এক দিন আগে আন্দোলন শুরু হবে।’
লক্ষ্মীপুর যুব বিভাগের সভাপতি মো. নাছির উদ্দিনের ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।