কেবিনে ধোঁয়া, মাঝ আকাশে অল্পের জন্য রক্ষা পেল বিমান

2 hours ago 3

মাঝ আকাশে বিমানের কেবিনে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন বিমানের যাত্রীরা। পরে যাত্রা বাতিল করে পুনরায় বিমানবন্দরে ফিরে এসেছে বিমানটি। 

সোমবার (২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হংকং এবং বোস্টনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার হংকংগামী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়। এ সময় বিমানের কেবিনে ধোঁয়া  ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

এয়ারবাস  এ৩৫০-৯০০ দ্বারা পরিচালিত ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২৩ মিনিটে বোস্টন থেকে যাত্রা করে। এরপর বিমানটি বিমানবন্দরে ফিরে আসার আগে ম্যাসাচুসেটস উপসাগরের ওপর দিয়ে চক্কর দিতে থাকে। 

এভিয়েশন সূত্র এবং ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম  ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, লোগান বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার আগে বিমানটি প্রায় ৯০ মিনিট ধরে আকাশে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই কেবিনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তারা বিমানে ধোঁয়ার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জরুরি অবতরণের ক্ষেত্রে প্রায়ই বিমানের ওজন কমানোর জন্য জ্বালানি-ডাম্পিং পদ্ধতির প্রয়োজন হয়। এ জন্য ফ্লাইটটিকে ম্যাসাচুসেটস উপসাগরের উপরে চক্কর দিতে দেখা গেছে।  
 

Read Entire Article