কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

7 hours ago 5

ঢাকার কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলার সময় তারে আটকে যাওয়া শাটলকক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) আঁটিবাজার এলাকায় নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহত মেহজাবিন আক্তার (১২) স্থানীয় মক্কা হাউজিংয়ের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। সে একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ বিকেল ৫টার দিকে মেহজাবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহজাবিনের খালা বিথী আক্তার বলেন, ‘আমার ভাগনি বিকেল ৪টার দিকে বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় কক তারের সঙ্গে আটকে যায়। পরে এটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। আমরা উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/একিউএফ/জেআইএম

Read Entire Article