কোথায় গেল  বাপ্পি লাহিড়ীর বিপুল স্বর্ণ?

4 hours ago 2

বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী মানেই ঝলমলে স্বর্ণের অলঙ্কার, চোখে সানগ্লাস, আর প্রাণবন্ত হাসি। ২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় তার আকস্মিক মৃত্যুর পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল— গান, গয়না আর গ্ল্যামারের এই রাজপুত্র রেখে গেলেন কী?

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ২০১৪ সালে করা এক এফিডেভিটে বাপ্পি জানান, তার কাছে রয়েছে ৭৫৪ গ্রাম স্বর্ণ। তখনকার বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৭১ হাজার রুপি। সেই নথি অনুযায়ী, মৃত্যুর পর অলঙ্কারগুলোর দায়িত্ব বর্তায় ছেলে বাপ্পা ও মেয়ে রিমার ওপর।

পরিবার জানিয়েছে, এই গয়নাগুলো বিক্রি করা হয়নি। এগুলো এখনো গচ্ছিত আছে তাদের কাছেই— বাবার স্মৃতিচিহ্ন হিসেবে।

বাপ্পি লাহিড়ী ছিলেন বিলাসবহুল জীবনযাপনের এক প্রতীক। তার সংগ্রহে ছিল বিএমডব্লিউ, টেসলা এক্স, অডি— একাধিক দামি গাড়ি। জীবনের শেষ পর্যন্ত তিনি রেখে গেছেন প্রায় ২২ কোটি রুপির সম্পদ।

বাপ্পি জীবদ্দশায় নিজেই বলেছিলেন, স্বর্ণ তার কাছে শুধু অলঙ্কার নয়, বরং সৌভাগ্যের প্রতীক। সেই ‘লাকি চার্ম’-এর জন্যই মঞ্চ থেকে রেকর্ডিং স্টুডিও— সব জায়গায় স্বর্ণের গয়নায় সজ্জিত থাকতেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সেই সংগীত জগতে পা রাখা এই শিল্পী পরে বলিউডকে উপহার দেন একের পর এক সুপারহিট গান। ডিস্কো বিটে ভরপুর সেই সুর আজও ভোলেনি দর্শক-শ্রোতা। ২০২২ সালে তার আকস্মিক প্রয়াণে সংগীত হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে, আর রুপালি দুনিয়া হারায় গ্ল্যামারের এক অনন্য প্রতীককে।

Read Entire Article