কোন দেশে কবে ঈদ, চাঁদ দেখার লাইভ আপডেট

2 days ago 12

বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কোটি মুসলমান। রোজাদাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈদ কবে, সেই তারিখ জানার জন্য।

এরই মধ্যে সবার আগে ঈদের দিন জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্য দেশগুলোও শিগগিরই ঘোষণা করবে ঈদের দিন-তারিখ। পাঠকদের জন্য ধারাবাহিকভাবে জানোনো হবে সে তথ্য।

অস্ট্রেলিয়া

শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া পরিষদ ঘোষণা দিয়েছে, দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, সোমবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে। অস্ট্রেলিয়ায় আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল রোববার। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ মুসলিম সম্প্রদায়কে একটি সুখী, আনন্দময় এবং বরকতময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে গাজা ও ফিলিস্তিনের ভাইবোনদের জন্য প্রার্থনা, দান এবং অব্যাহত সহায়তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন।

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।

এসএএইচ/এমএইচআর/এএসএম

Read Entire Article