কোনো পরিবর্তন নেই দুই দলে, লড়াই হবে স্পিনেই

3 hours ago 5

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শেরে বাংরা ক্রিকেট স্টেডিয়ামের কালো, ধূসর ও ঘূণি উইকেটে স্পিনাররাই সবচেয়ে ভরসা। যে কারণে, দ্বিতীয় ম্যাচের মত শেষ ম্যাচেও স্পিনেই ভরসা রাখছে দুই দল।

এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিং করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে করেছিল ২১৩ রান। প্রথম ম্যাচে টস না জিতলেও প্রথমে ব্যাট করেছিল টাইগাররা। করেছিল, ২০৭ রান। আজ কত রান করবে মেহেদী মিরাজের দল?

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের কেউ’ই একাদশে পরিবর্তন আনেনি। দুই দলই একঝাঁক (৪জন করে জেনুইন) স্পিনার নিয়ে মাঠে নামছে। বাংলাদেশ একাদশে একমাত্র পেসার যথারীতি মোস্তাফিজুর রহমান। আর প্রতিষ্ঠিত চার স্পিনার হলেন মেহেদি হাসান মিরাজ , রিশাদ হোসেন, তানভির ইসলাম ও নাসুম আহমেদ। অকেশনাল স্পিনার হিসেবে আছেন সাইফ হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দলে একমাত্র পেসার জাস্টিন গ্রিভস। যদিও দ্বিতীয় ম্যাচে একটি ওভারও বল করার সুযোগ পাননি তিনি। চার জেনুইন স্পিনার হলেন আকিল হোসেইন, রস্টোন চেজ, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে। অনেকশনাল স্পিনার রয়েছেন অ্যালিক আথানাজে। যিনি আগের ম্যাচে পুরো ১০ ওভারই বোলিং করেছেন।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।

আইএইচএস/

Read Entire Article