ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন কোরআন-সুন্নাহ ও তাকওয়াভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য।
ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদরাসার বার্ষিক মাহফিলে বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার পূর্ব আলোচনায় তিনি একথা বলেন।
মাহফিলের তারিখ পরিবর্তন না করার পূর্ব প্রচলিত নিয়মের ধারাবাহিকতায় এ বছর মাহে রমজানে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজ ছিল তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন। ইফতারের পূর্বে সবার শান্তি, নিরাপত্তা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করেন মোনাজাত করেন নেছারুদ্দীন আহমাদ।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ছারছীনা দরবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমলী জীবন গঠন করার একটি হক দরবার। এ দরবার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার ভিত্তিতে হক তরিকা ও সঠিক তাসাউফ চর্চার দরবার, উদ্ভূত পরিস্থিতির সঠিক সমাধানের দরবার। তাই দেশের জনগণ, সরকার, প্রশাসন সব মহলে এ দরবারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের কর্মসূচী আখিরাতমূখী। কীভাবে একজন লোক আখিরাতে নাজাত পাবে তা-আমাদের ভাবনা। আমরা রোজার হিকমাতের দিকে তাকালে দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, রোজা ফরজ করা হয়েছে মানুষকে তাকওয়ার অধিকারী করার জন্য। বলা বাহুল্য ইসলামের সব আমলই তাকওয়া কেন্দ্রিক আবর্তিত। সে মতে আমাদের তরীকা চর্চাসহ যাবতীয় আমল সব কিছুরই উদ্দেশ্য নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলা। আর তাকওয়ার নিরিখেই বান্দা দুনিয়ায় যেমন সম্মানিত হয়ে থাকে, তদ্রুপ আখিরাতেও ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হবে।
দ্বিতীয় দিবসে মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেন- এ দেশে ছারছীনা দরবার শরীফ একটি হক্ব দরবার। এখানে কোন উশৃঙ্খলতা শিক্ষা দেওয়া হয় না। মৌলিক ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে হলে ছারছীনা দরবার থেকে শিক্ষা গ্রহণের বিকল্প নেই। আমরা সৌভাগ্যবান এজন্য যে, আমাদের পূর্বপুরুষরা এ দরবারের সঙ্গে সম্পৃক্ত ছিল, আমরাও আছি এবং ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্মও এ দরবারের সঙ্গে সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ।
মাহফিলে দ্বিতীয় দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আলা ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুফতি মাওলানা মো. হায়দার হুসাইন প্রমুখ।
আগামীকাল বাদ জুমুআ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হজরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।