কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ,গুলি ও মাদকসহ আটক ২

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে খুলনার বাগমারায় যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় মোংলা কোস্ট গার্ড বেইজে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত খুলনার বাগমারা এলাকার সাঈদ শেখ এর ছেলে শাকিল আহমেদ (২০) এবং ওই এলাকার গোলাম আলী টুকুর ছেলে তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা হতে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা ও ১টি ম্যাগজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য

কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ,গুলি ও মাদকসহ আটক ২

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে খুলনার বাগমারায় যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় মোংলা কোস্ট গার্ড বেইজে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত খুলনার বাগমারা এলাকার সাঈদ শেখ এর ছেলে শাকিল আহমেদ (২০) এবং ওই এলাকার গোলাম আলী টুকুর ছেলে তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা হতে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা ও ১টি ম্যাগজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow