ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ, দেশে ফিরে যাওয়ার আকুতি

3 months ago 24

সুসংগঠিত হয়ে এবং অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে বিশ্ব দরবারে ঐক্যমত্যের আহ্বান জানিয়েছেন মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আরও-এফডিএমএন-আরসি সংগঠনের উদ্যোগে ভিশনারি চেঞ্জ ক্যাম্পেইন ব্যানারে সমাবেশে এ আহ্বান জানান তারা।

শুক্রবার (২৩ মে) দুপুর ২টা থেকে উখিয়া ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠের মসজিদে আরও-এফডিএমএন-আরসি সংগঠনের নেতা মো. সৈয়দুল্লাহ, মাস্টার কামাল ও মাস্টার ফোরকানসহ কয়েকজন রোহিঙ্গা নেতাদের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলের দিকে তা শেষ হয়।

এসময় উপস্থিত রোহিঙ্গা নেতারা বলেন, আমরা রোহিঙ্গারা আরাকানে বছরের পর বছর নির্যাতিত হয়ে দেশ ছেড়েছি। এখন আমরা সংগঠিত হয়ে নিজ দেশে ফেরত যেতে চাই। আমরা অধিকার চাই। আমরা এক হয়ে কাজ করতে প্রস্তুত। মিয়ানমারে যেতে প্রস্তুত। সেই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতার পাশাপাশি বিশ্ব দরবারের সহযোগিতা কামনা করছি।

বক্তারা আরও বলেন, ধর্মীয় এবং জাতিগত কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর আজকের এই অবস্থা। আমরা বিশ্বকে বলতে চাই, রোহিঙ্গা জনগোষ্ঠী অন্য কোনো জাতির জন্য হুমকি নয়। রাজনৈতিক সিদ্ধান্ত এবং ঐকমত্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, রোহিঙ্গা সিআইসির কাছ থেকে অনুমতি নিয়েই তারা সমাবেশ করেছেন। এপিবিএন পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। সমাবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে।

জাহাঙ্গীর আলম/এসআর

 

 

Read Entire Article