২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। ইনজুরির কারণে ওই ম্যাচ খেলেননি নেইমার। গতকাল রোববার তার ক্লাব সান্তোস হেরেছে ৬-০ ব্যবধানে। কিন্তু এবার মাঠে থেকে চোখের সামনে দলের নির্মম হার দেখতে হলো নেইমারকে।
এদিন ব্রাজিলিয়ান সেরি আ লিগে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেইমারের সান্তোসকে। জোড়া গোল করেছেন ফিলিফ কৌতিনহো।
জুনে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করা নেইমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখেছেন এদিন। ম্যাচ শেষে আবেগে ভেঙে পড়েন ব্রাজিল সুপারস্টার। মাঠেই ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দেন।
বিস্তারিত আসছে...
এমএইচ/এএসএম