ক্যারিয়ারের শেষ ইনিংসে ১ রান ইমরুলের

2 months ago 31

আগেই ঘোষণা দিয়েছেন টেস্ট থেকে অবসর এবং একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। সে হিসেবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংসে ব্যাট করতে নামলেন তিনি।

ব্যাট করতে নামার সময় পেলেন গার্ড অব অনার। খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের ক্রিকেটাররা ব্যাট উঁচিয়ে তাকে গার্ড অব অনার প্রদান করেন।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শেষটা রাঙাতে পারেননি ইমরুল কায়েস। মাত্র ৩টি বল খেলার সুযোগ পেলেন। রান করেছেন ১টি।

মূলত ইমরুলের শেষ ম্যাচটিতে দাপট দেখালেন ঢাকার পেসাররা। প্রথম ইনিংসে সুমন খান। দ্বিতীয় ইনিংসে এনামুল হক। ঢাকা বিভাগের দুই পেসারের সামনে দুই ইনিংসে উড়ে যায় খুলনা বিভাগ।

প্রথম ইনিংসে সুমন ৬ উইকেট নিলে খুলনা অলআউট হয় ১৭২ রানে। ঢাকাও প্রথম ইনিংসে বেশি দূর যেতে পারেনি, আরিফুল ইসলামের ৬২ রানের সৌজন্যে ঢাকা করেছে ১৬০ রান। ১২ রানের লিড পাওয়া খুলনা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পেরেছে মাত্র ৩৪.৪ ওভার।

এনামুল ৪ উইকেট নিলে মাত্র ৯১ রানে অলআউট হয় খুলনা। এনামুলের দুর্ভাগ্য, আলোকস্বল্পতায় দিনের শেষে খেলা চালিয়ে যেতে স্পিনারদের বোলিং করাতে হয়। তা না হলে ৫ উইকেট স্পর্শ করতে পারতেন তরুণ এই পেসার। আগামীকাল ১০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামবে ঢাকা বিভাগ।

আইএইচএস/

Read Entire Article