ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান

1 day ago 3

ক্রসফায়ারের শিকার বিএনপি নেতার পরিবারকে বাড়ি এবং চব্বিশের গণঅভ্যুত্থানে তিন জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে  নতুন বাড়ি উপহার দেওয়া হবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নীলফামারীতে জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন তারেক রহমান। পাশাপাশি চব্বিশে ছাত্র-জনতার গণআন্দোলনে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Read Entire Article