সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রুপপর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সেই একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।
এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকইনফো দুইটি বিষয়কে প্রাধান্য দিয়েছে। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখা হয়েছিল।
ক্রিকইনফোর একাদশে সাকিব আল হাসান জায়গা পেয়েছেন তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। বাংলাদেশের জার্সিতে যেমন দুর্দান্ত ছিলেন সাকিব, তেমনি বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে ভারত থেকে। তিনজন ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কা থেকে। এছাড়া, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারও রয়েছে একাদশে। দলটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ধোনিকে।
সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশ : সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।