বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল গুলি উদ্ধার

7 hours ago 5
চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এক অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল গুলিসহ মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নে তার বাড়ি থেকে এসব উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল লেলাং ইউনিয়নের গোপালঘাটা ও নোয়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে। দলটি প্রথমে নোয়া হাট এলাকার বাসিন্দা মো. সেলিমের বাড়িতে তল্লাশি চালায়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর দলটি গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে বখতিয়ারের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়। আটক বখতিয়ার উদ্দিন মঞ্জুকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।
Read Entire Article