৭২ রানে প্রোটিয়াদের অলআউট করে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়

5 hours ago 9
সাউদাম্পটনের এজিয়াস বোল আজ সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের। জ্যাকব বেথেলের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, জো রুটের দাপুটে সেঞ্চুরি আর জোফ্রা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়েছে ইংল্যান্ড। রোববার (৭ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ইংল্যান্ড তোড়জোড়েই শুরু করে। ওপেনার জেমি স্মিথ (৬২) ও বেন ডাকেট (৩১) দলকে দ্রুত ৫৯ রানের জুটি এনে দেন। এরপর স্মিথ আউট হলেও মঞ্চ সাজানো ছিল রুট ও বেথেলের জন্য। তৃতীয় উইকেটে দুজন মিলে ১৮২ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন রান পাহাড়ে। বেথেল ৮২ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আর রুট তুলে নেন ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি। শেষদিকে ঝড় তোলেন জস বাটলার—মাত্র ২৭ বলে করেন হাফসেঞ্চুরি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪১৪/৫। জবাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ভেঙে চুরমার করে দেন আর্চাররা। ইনিংসের শুরুতেই আর্চারের গতির ঝড়ে সাজঘরে ফেরেন আইডেন মারকরাম, রায়ান রিকলটন ও ম্যাথিউ ব্রিটজকে। মাত্র ৭ রানে ৪ উইকেট হারানো প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আর্চার শেষ করেন ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে। আদিল রশিদ যোগ করেন ৩ উইকেট, আরেক পাশে সাপোর্ট দেন ব্রাইডন কার্স। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৭২ রানে, ২১ ওভারের মধ্যেই। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান আসে করবিন বশ (২০) আর কেশব মহারাজের (১৭) ব্যাট থেকে। সিরিজ আগেই হেরে বসা ইংল্যান্ড শেষ ম্যাচে পেল সান্ত্বনার জয়। তবে সেই জয়ই এখন ইতিহাসের পাতায়—ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে জয়।
Read Entire Article