ক্রীড়াঙ্গনে সংস্কার, হকিতে স্বপ্নপূরণ ও আরচার সাগরের অলিম্পিক

2 days ago 7

বিদায় ২০২৪ সাল। পৃথিবীর চিরায়িত নিয়মে কালের গর্ভে হারিয়ে গেছে আরেকটি বছর। পূরনো জীর্ণতা মুছে ফেলে মানুষ নতুন প্রত্যাশায় শুরু করেছে নতুন বছর, ২০২৫ সাল।

নতুন বছরের খাতা খোলার আগে সমাজের সব সেক্টরের মানুষ মিলিয়ে নেয় পেছনে ফেলে আসা বছরের হিসাব-নিকাশ। প্রত্যাশা ও প্রাপ্তির কত মিল ছিল সেই সমীকরণ মিলিয়ে থাকেন সবাই। ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনের মানুষও।

২০২৪ সালে কেমন ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনের প্রত্যাশা ও প্রাপ্তির কতটুকু মিল ছিল। সফলতা নাকি ব্যর্থতার পাল্লা ভারী? বিদায়ী বছরের বিশ্লেষণ থাকছে এই প্রতিবেদনে।

ক্রীড়াঙ্গনে সংস্কার

বিদায়ী বছরটিতে নানা কারণে আলোচিত ছিল ক্রীড়াঙ্গন। কেবল মাঠের সাফল্য-ব্যর্থতার বিচারে নয়, মাঠের বাইরেও ছিল নানা ঘটনা। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তনের হাওয়া বইছিল ক্রীড়াঙ্গনেও। আমুল পরিবর্তন আসবে ক্রীড়াঙ্গনে, রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গন ফিরে আসবে প্রকৃতি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের হাতে এমন প্রত্যাশা ছিল সবার।

তবে সে কাজটি দ্রুত হয়নি। ঝিমিয়ে ঝিমিয়ে চলছে ক্রীড়াঙ্গনের সংস্কার। সরকারের চারমাসে ক্রীড়াঙ্গন পেয়েছে ১০ ফেডারেশনের নতুন কমিটি। এর মধ্যে বাফুফেতে নতুন কমিটি এসেছে নির্বাচনের মাধ্যমে, বাকি ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠণ করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তার মধ্যে বেশ কয়েকটি কমিটি নিয়ে সমালোচনায় সরব ছিল ক্রীড়াঙ্গন। ফ্যাসিস্ট সরকারের অনেক সহযোগিকে নতুন কমিটিতে পুনর্বাসন করা হয়েছে বলেও আছে অভিযোগ।

হকিতে স্বপ্নপূরণ

টেবিলের এই দোলাচলের মধ্যে মাঠের সাফল্য-ব্যর্থতা খুঁজে বের করলে প্রথমেই আসবে হকির কথা। এ বছর হকিতে স্বপ্নপূরণ হয়েছে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে। অনূর্ধ্ব-২১ দল যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে টিকিট পেয়েছে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের।

হকির যে কোনো পর্যায়ের দলের প্রথম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ছিল ২০২৪ সালের অন্যতম বড় ঘটনা। এ বছরই অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ যুব এশিয়া কাপে কোয়ালিফাই করেছিল। ওমানে হওয়া এশিয়া কাপে বাংলাদেশ ১০ দেশের মধ্যে পঞ্চম হয়ে জায়গা করে নেয় বিশ্বের সেরা ২৪ দলের তালিকায়।

অ্যাথলেট জহিরের রৌপ্য

বছরের শুরুতেই ইরানের রাজধানী তেহরান থেকে সুখবর পাঠিয়েছিলেন দুই অ্যাথলেট জহির রায়হান ও মাহফুজুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে জহির রায়হান ৪০০ মিটার স্প্রিন্টে রৌপ্য জিতেছেন, হাইজাম্পার মাহফুজুর রহমান পেয়েছিলেন তাম্র পদক। এশিয়ার মঞ্চ থেকে পদক নিয়ে আসা ছিল দারুণ সাফল্য। আগের আসরের স্প্রিন্টে স্বর্ণ জেতা ইমরানুর রহমান এবার অংশ নিয়ে ব্যর্থ হয়েছেন।

আরচার সাগরের অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ

২০২৪ সাল ছিল অলিম্পিক গেমসের বছর। অলিম্পিক আসে, অলিম্পিক যায়- বাংলাদেশের অংশগ্রহণও সীমাবদ্ধ যাওয়া-আসার মধ্যে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ক্রীড়াযজ্ঞ থেকে বাংলাদেশ পদক কুড়িয়ে আনবে সেই স্বপ্ন দেখার সময়ও হয়নি।

নিয়মরক্ষার অংশগ্রহণের মধ্যেও কিছু সান্তনা থাকে। যেমন প্যারিস অলিম্পিকে আরচার সাগর ইসলামের সরাসরি খেলার যোগ্যতা অর্জন। অলিম্পিক গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নিয়ে থাকেন ওয়াইল্ডকার্ড বা আইওসির দয়ায়। ২০১৬ রিও অলিম্পিক থেকে বাংলাদেশের ক্রীড়াবিদরা যোগ্যতার মাধ্যমে খেলার নজিরও গড়ে আসছেন।

রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমান দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোয়ালিফাই করে অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। ২০২০ টোকিও অলিম্পিকে এই কৃতিত্ব দেখিয়েছিলেন আরচার রোমান সানা। প্যারিসে দেখিয়েছেন চা বিক্রেতা মায়ের সন্তান সাগর ইসলাম। সাগরের এই কৃতিত্বের বছরে অলিম্পিকে কেলেঙ্কারি করেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি ইনজুরি লুকিয়ে অংশ নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে। এ নিয়ে তীব্র সমালোচনা হয় ক্রীড়াঙ্গনে।

দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিকমাস্টার

বিদায়ী বছরে বাংলাদেশ পেয়েছে দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিকমাস্টার। মনন রেজা নীড় মাত্র ১৪ বছর ৫ মাস বয়সে এ খেতাব পেয়েছেন। মনন রেজার আগে কম বয়সে আন্তর্জাতিকমাস্টারের খেতাব পাওয়া দাবাড়ু ছিলেন নিয়াজ মোর্শেদ। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ আন্তর্জাতিকমাস্টারের খেতাব পেয়েছিলেন ৪৩ বছর আগে।

মনন রেজা নীড় বছরের শেষ মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্লিৎজ ও র‌্যাপিড দাবায় অংশ নিয়ে চারজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখিয়েছেন। আরেক দাবাড়ু আন্তর্জাতিকমাস্টার ফাহাদ রহমান এ বছরই পেয়েছেন গ্র্যান্ডমাস্টারের একটি নর্ম।

৪২ ফেডারেশনের সভাপতি অপসারণ

ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে হওয়ার বিধান থাকলেও সভাপতি মনোনয়ন দেয় সরকার। কেবল বিওএ, বাফুফে ও বিসিবির সভাপতি হয়ে থাকেন নির্বাচনের মাধ্যমে। জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে তাদের নিয়োগ দেওয়া সভাপতিকে বাদ দিতে পারে যে কোনো সময়। রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া প্রশাসন সভাপতি বাদ দিয়েছে ৪২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের। একসাথে এতগুলো সভাপতি বাদ দেওয়ার ঘটনা দেশের ক্রীড়াঙ্গনে প্রথম।

সভাপতি বাদ দিয়েই যেন দায়িত্ব শেষ করে বসে আছে জাতীয় ক্রীড়া পরিষদ। ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করায় এখনো সভাপতিশূন্য ৩৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন।

জাতীয় ক্রীড়া পরিষদ সার্চ কমিটির মাধ্যমে কমিটি গঠন করছে। তবে এখন নাকি সভাপতি পাওয়া যাচ্ছে না। যতটুকু জানা গেছে, এই অবস্থায় কেউই সভাপতির দায়িত্ব নিতেও চাচ্ছেন না। সভাপতি পাওয়া যাচ্ছে না বলেই হয়তো ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের বিদ্যমান কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন চলছে ধীর গতিতে।

কেবল সভাপতিশূন্যই নেই বেশিরভাগ ফেডারেশন ও অ্যাসোসিয়েশন, কমিটি নেই বেশিরভাগ জেলা, বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থায়ও। এক নোটিশে দেশব্যাপী এসব সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দেওয়ায় স্থবির হয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার ২১ দিন পর গঠন হয়েছিল ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি। শুরু থেকেই এই কমিটি নিয়ে ছিল বিতর্ক। ক্রীড়াঙ্গনের মানুষ মনে করেন, আরো অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এই কমিটি করা প্রয়োজন ছিল। তাহলে ক্রীড়াঙ্গন সংস্কার আরো দ্রুত সম্ভব হতো।

Jago Sports

বিদায়ী বছরে ক্রীড়াঙ্গন যাদের হারিয়েছে

মাঠের হার-জিতের খবরের মধ্যেও ক্রীড়াঙ্গনের মানুষকে ব্যথিত করেছে কয়েকজন কিংবদন্তির চিরবিদায় নেওয়া। বিদায়ী বছরে ক্রীড়াঙ্গন যাদের হারিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় মুখ ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।

এ বছর চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরো চারজন সদস্য। তারা হলেন- ফজলে সাদাইন খোকন, সাইদুর রহমান প্যাটেল, আমিনুল ইসলাম সুরুজ, বিমল কর। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের চারবারের অধিনায়ক জহিরুল হকও এ বছর চলে গেছেন না ফেরার দেশে।

বিদায়ী বছরে ক্রীড়াঙ্গন হারিয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। জাতীয় দাবায় খেলতে খেলতেই তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে।

কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার আতিকুর রহমান মারা গেছেন দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর। মারা গেছেন এসএ গেমসে স্বর্ণপদক জয়ী শুটার সাদিয়া সুলতানা। ইন্তেকাল করেছেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার ইসমাইল নজিব রাসেল। ভারতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়েছিলেন। সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার।

হকির ওস্তাদ হিসেবে পরিচতি ফজলুও এবছর চলে গেছেন সবাইকে ছেড়ে। সন্তান জন্ম দিয়েই মারা গেছেন সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া। তিনি ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলন। সিনিয়র ক্রীড়া সংবাদিক অঘোর মন্ডল বেশ কিছুদিন রোগভোগের পর এ বছর চিরবিদায় নিয়েছেন।

আরআই/আইএইচএস

Read Entire Article